
৪২. বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,, কিন্তু যখন থাকবে দুঃখী দিও আমায় ডাক,, তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি?? মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!
৪৩. এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের ফোটা শুধু তোমার কথা বলে..মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
৪৪. কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..আর কেউ যদি না দেখে কাঁদে,, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
৪৫. ভুলতে পারিনা তারে,, ভালবাসি আমি যারে..মনে পড়ে তারে,, শুধু বারেবারে..জানিনা সে কত দূরে,, তবুও আছে মন জুরে..এখনো যে ভাবি তারে,, সে কি আজো ভালবাসে আমারে…??
৪৬. যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?? আমি বলব চোখের পাতা ন্রে যতবার.. যদি বলো তোমায় ভালবাসি কত?? আমি বলব আকাশে তাঁরা আছে যত..!!
৪৭. ভেবে ছিলাম তুমি কতো আপন!! ভেবেছি পাশে থাকবে সারা জীবন!! কেন তুমি ভাঙলে এমন??….ভাবিনি কখনো করবে এমন…তারপরও তুমি আমার জীবন।।
৪৮. যদি কাওকে সত্যি সত্যি ভালবাসতে না পারো,, তাহলে কাউকে আই লাভ ইউ বলোনা,, কারণ এটা ৩ ওয়ার্ড না,, এটা একটা জীবনের পাসওয়ার্ড।
৪৯. আজ না খুব একা লাগছে চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলোতো! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে! তোমাকে ছাড়া আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!
৫০. এসে গেলো ফেব্রুয়ারী,, মন চায় প্রেমে পড়ি..আমি এখন একা,, কবে পাবো তোমার দেখা,, কোথায় গেলে তোমায় পাই,, মন যে শুধু চাই,, ১৪ই ফেব্রুয়ারীর গিফট টা যেনো আমি পাই..!!
কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)