MichaelJay থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.

Pages

Followers

বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

বাংলা লাভ ম্যাসেজ


৭১. ৮৫. যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।tahsam amd mithila loveভালবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি, যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে। আবার কখনো ভাসাই চোখের নোনা জলে।
৭২. কাঁদবে কি তখন? চির নিদ্রায় ঘুমাবো যখন…মনে রাখবে কি তখন? না ফেরার দেশে চলে যাবো যখন.ডাকবে কি তখন?? তোমার ডাকে সাড়া দিবনা যখন….।
৭৩. ভালোবাসা একটি রাবার ব্যান্ডের মত, যার দুপাশ দুজন ধরে থাকে যদি কেউ একজন একপাশে ছেড়ে দেয়, তবে অপরজন আঘাত পায়। যাকে আপনি ভালবেসেছেন তাকে আঘাত দেয়া আর নিজের সাথে প্রতারণা করা সমান।
৭৪. ভালোবাসার মুল বস্তু হলো বিশ্বাস, একবার বিশ্বাস ভেঙ্গে গেলে সেই বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন।
৭৫. ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস। এটি হল ছোট্ট সুখের বাসা, তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
৭৬. ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি….ভালোবাসা মানে রুপালি উজান। ভালোবাসা মানে জোছনার গান। ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী।
৭৭. কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না, যা সইবার ক্ষমতা আমার নাই!! দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না, যা বইবার ক্ষমতা আমার নাই। আমায় এতো বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে!!
৭৮. পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়, যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে..আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে….।
৭৯. যদি ভালবাসাও মোরে তবে মোর হাত দুখান ধরে নিয়ে চল অনেক অনেক দূরে, যেথায় তোমাতে আমাতে কথা হবে মুখে মুখে নয়, কেবলই মনে আর মনে।
৮০. জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়। কিন্তু যদি এক জনের সাথে চলা যায়। বাকি পথ চলা খুব কঠিন।
৮১. চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত, ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত, কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত।
৮২. তুমি কষ্ট দাও বলে আমি নীরবে সয়ে যাই, কারণ আমি জানি আমার এই নীরবতার জন্য একদিন তুমি আমায় খুঁজবে, বুঝবে সেদিন আমি তোমার কত আপনজন ছিলাম।
৮৩. ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে।
৮৪. ভালবাসা মানে আবেগের পাগলামি,, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে।
৮৫. যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)